
প্রকাশিত: Sun, Mar 19, 2023 4:10 AM আপডেট: Tue, Apr 29, 2025 5:37 AM
৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব
রেকর্ডময় দিনে আয়ারল্যান্ডকে ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ
সাঈদুর রহমান: সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ব্যাটে নেমে ৩৩৮ রানের রেকর্ড সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৫ রানে অলআউট হয় সফরকারীরা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৩ রান করে ক্যাচআউট হয়ে ফেরেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এরপর নাজমুল শান্তকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ২৬ রান করে কাটা পড়েন লিটন। এরপর ২৫ রান করে শান্ত আউট হলে ক্রিজে আসেন ওয়ানডেতে অভিষেক হওয়া তৌহিদ হৃদয়।
সাকিবের সঙ্গে অসাধারণ জুটি গড়েন হৃদয়। দারুণ ব্যাটিংয়ে অভিষেক ম্যাচেই ফিফটি তুলে নেন এই ব্যাটার। আইরিশ বিপক্ষে বড় সংগ্রহের পথ দেখান সাকিব। তবে সেঞ্চুরীর সুযোগ থাকলেও ৯৩ রান করে সাঁজঘরে ফেরেন এই বাঁহাতি অলরাউন্ডার।
সাকিবের পর ব্যাটে এসে ঝড় তোলেন মুশফিক। ২৬ বলে ৪৪ রান করে আউট হন তিনি। অন্যদিকে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরির আশা জাগিয়েও ৯২ রান করে আউট হয়ে আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তৌহিদ হৃদয়। ইয়াসির ১৭ এবং তাসকিন ও নাসুম ১১ করে রান করলে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন গ্রাহাম হিউম। মার্ক এডের, অ্যান্ডি ম্যাকব্রিন, কার্টিস ক্যাম্ফার একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে-তে কোন উইকেট হারায়নি আইরিশরা। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৫ রানে অলআউট হয় দলটি। তাদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন জর্জ ডকরেল।
বাংলাদেশের হয়ে বোলিংয়ে ৪ উইকেট নেন ইবাদত হোসেন। এছাড়া নাসুম ৩ টি, তাসকিন ২ টি এবং সাকিব একটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন অভিষিক্ত হৃদয়। বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞাপনের নাম সাকিব আল হাসান। সব জায়গায় আলোচনার শীর্ষে এই বিশ^সেরা অলরাউন্ডার। কারণে অকারণে সবসময় আলোচিত হয়ে থাকেন, নিন্দুকদের সমালোচনার জবাব দেন মাঠের পারফরম্যান্স দিয়ে। সাকিব মাঠে নামলে বাংলাদেশের মানুষ হাসে, সাকিব মাঠে যা করে সেটাই ইতিহাস। ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে চার উইকেট নিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা করেছেন বাংলার ক্রিকেটের নবাব। সেই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট শিকরের গৌরব অর্জন করেন।
শনিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে নেমে নতুন রেকর্ড গড়লেন সাকিব। এই ম্যাচের আগে সাকিবের ছিলো ৬৯৭৬ রান সঙ্গে ৯ সেঞ্চুরি এবং ৫২ ফিফটি ।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ২৩২ ওয়ানডে খেলে তামিম ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে করেছেন ৮১৪৩ রান।
এখন মুশফিকের সামনে ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলকের হাতছানি, প্রয়োজন ৯৯ রান। ২৪২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি এবং ৪৩ ফিফটিতে মুশফিকের সংগ্রহ ৬৯০১। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
